Top

স্লোগানে স্লোগানে উত্তাল নয়াপল্টন

১৩ ডিসেম্বর, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
স্লোগানে স্লোগানে উত্তাল নয়াপল্টন
নিজস্ব প্রতিবেদক :

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দলটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশস্থল নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টা থেকেই ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। এসময় দলটির নেতাকর্মীদেরকে দলের সিনিয়র নেতাদের মুক্তি দাবি করে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। তারা বলছেন- ‘ভোট চোর সরকার-আর নয় দরকার’, ‘হঠাও মাফিয়া-বাঁচাও দেশ’, ‘টেক ব্যাক বাংলাদেশ’।

সমাবেশে উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির সিনিয়র নেতারা।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

শেয়ার