Top
সর্বশেষ

চট্টগ্রামে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

১৪ ডিসেম্বর, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
চট্টগ্রামে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
চট্টগ্রাম প্রতিনিধি :

র‌্যাবের ঊর্ধ্বত কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে ১ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নস্থ কাজীর টিলা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মো. আমান উল্লাহ মানিককে (২৯) গ্রেপ্তার করা হয়।

এ সময় আসামির কাছ থেকে একটি মোবাইল ও প্রতারণা করে আত্মসাতকৃত ৩০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আমান উল্লাহ ভূজপুর থানার পশ্চিম সিংহরিয়ার আবুল কালামের পুত্র।

র‌্যাব সূত্র জানায়, ভুক্তভোগী একজন তালাকপ্রাপ্ত মহিলা। তার স্বামী মো. ইলিয়াসের সাথে পারিবারিক কলহের কারণে বনিবনা না হওয়ায় মনোমালিন্যের সৃষ্টি এবং স্বামী তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এতে ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে ভুক্তভোগী গত ১২ সেপ্টেম্বর আদালতে মামলা সংক্রান্ত ব্যাপারে জানতে আসলে প্রতারক আমান উল্লাহ নামক এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। এসময় সে নিজেকে একজন র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দাবি করেন ও আদালতে কি কারণে এসেছেন জিজ্ঞাসা করলে ভিকটিম তখন তাকে বিস্তারিত বলেন।

তখন আমান উল্লাহ উক্ত মামলা তদন্তের সকল কাজ করে দিবে এবং আসামির নামে ওয়ারেন্ট বের করে আসামিকে গ্রেফতার করার ব্যবস্থা করে দিবেন বলে ভিকটিমকে আশ্বস্থ করেন। এজন্য সে ১ লাখ টাকা দাবি করে।

এক পর্যায়ে ভিকটিম তার কথা বিশ্বাস করে আমান উল্লাহর দুইটি মোবাইল নাম্বারে সর্বমোট ৩৭ হাজার ৫শ টাকা প্রদান করে। পরবর্তীতে ভিকটিম আমান উল্লাহকে তার মামলা অগ্রগতি এবং ডিভোর্সি স্বামীকে গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে আমান উল্লাহ তখন ভিকটিমের নিকট পুনরায় আরও ২০ হাজার টাকা দাবি করে।

এছাড়াও ভিকটিমকে বলে, যদি তাকে আরও ২০ হাজার টাকা না দেয়া হয় তাহলে তার মামলাটি ভিকটিমের বিপক্ষে যাবে এবং উল্টা তাকেই গ্রেপ্তার করে নিয়ে যাবে বলে। ভিকমিট তখন বিষয়টি তার আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজনকে জানালে তারা তাকে নিকটস্থ র‌্যাব অফিসে যোগাযোগ করতে পরামর্শ দেয়। পরবর্তীতে ভিকটিম র‌্যাব-৭ বরাবর একটি লিখিত আবেদন করেন।

উক্ত আবেদনের বিষয়টি র‌্যাব-৭ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে সনাক্ত ও গ্রেপ্তারের জন্য মাঠে নামে। এরই প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে আমান উল্লাহ মানিককে গ্রেপ্তার করাহয়।

র‌্যাব আরও জানায় আসামি আমান উল্লাহর বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার