বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যুবদলের সহ সভাপতি ও চরফ্যাশন-মনপুরার মা, মাটির নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ও ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ সহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও পুলিশের গুলিতে বিএনপি নেতা মকবুল হোসেন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভোলা জেলা বিএনপির মহাজনপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্য সচিব মো. রাইসুল আলম
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লোকমান গোলদার, ভোলা সদর থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সভাপতি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা কৃষক দল সাধারণ সম্পাদক মো. তসলিম, জেলা শ্রমিকদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভির তালুকদার, ভোলা জেলা সেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন অদুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, ভোলা জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা, সদর উপজেলা, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।