Top

মশা মারতে ‘কামান দাগানো’ ডেইজি এখন যুব মহিলা লীগের সভাপতি

১৫ ডিসেম্বর, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
মশা মারতে ‘কামান দাগানো’ ডেইজি এখন যুব মহিলা লীগের সভাপতি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত গাড়ির দুই পাশে মশা মারার ফগার মেশিনের মাঝে দাঁড়িয়ে থাকা আলেয়া সারোয়ার ডেইজি।

২০১৮ সালের মার্চ মাসে চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের আগেই মশার উপদ্রব কমাতে ‘স্পেশাল ক্রাশ প্রোগ্রাম’ শুরু হয় রাজধানীজুড়ে। ঠিক সেসময় একটি ভিডিও সর্বত্র ভাইরাল হয়। সেখানে দেখা যায়, গাড়ির দুই পাশে মশা মারার ফগার মেশিন বসিয়ে স্প্রে করছেন দুই কর্মী। মাঝে দাঁড়িয়ে আছেন এক জনপ্রতিনিধি। তিনি আর কেউ নন ওই সময়ের ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজী।

ডিএনসিসির ফেসবুক পেজ থেকে সেই ভিডিও ও ছবি পোস্ট করে লেখা হয়, প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। ‘কামান দাগানো’ স্টাইলে মশা মারার সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত-সমালোচিত হয়।

২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এই জনপ্রতিনিধি সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হন।

 

শেয়ার