মহান বিজয় দিবস উপলক্ষে গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল কার্যালয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার শুরুতে ৩২ বছরের ধারাবাহিকতায় কবি রফিক মজিদ সম্পাদিত ও প্রকাশিত ভাঁজপত্র “কবিতা কাগজ” এর পাঠ উন্মোচন করা হয়।
গাঙচিল সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রিয় অতিথি ছিলেন শেরপুর সাহিত্যানুসন্ধানী বিশিষ্ট লেখক ও আলোচক কবি জ্যোতি পোদ্দার।
এছাড়া সহ-সভাপতি ছড়াকার মহিউদ্দিন বিন জুবায়েদ ও কবি রাবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উপন্যাসিক হাসান শরাফত, সদর উপজেলার আহ্বায়ক পুঁথি কাব্য লেখক এম এইচ মুকুল, কোষাধ্যক্ষ সাংবাদিক কাজি মাসুম, কবি শফিউল ইসলাম শ্যামল, সাংবাদিক ও সঙ্গীত শিল্পী জাহিদ হাসান, রোমেল খান, মো. আবু রায়হান প্রমূখ।
আড্ডায় উপস্থিত কবি-সাহিত্যিকরা বিজয় দিবস নিয়ে আলোচনা ও স্বরচিত কবিতা এবং পুঁথি পাঠ করেন।