মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় মো. মামুন অর রশিদ (৬৬) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এসময় মটর সাইকেলের ২ আরোহী আহত হয়। আজ (১৭ ডিসেম্বর শনিবার) সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের ওসমান বেপারীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মামুন অর রশিদ সকালে তার নিজ বাড়ির সামনে রৌদ্রে বসা অবস্হায় একই গ্রামের নুরু হাওলাদারের ছেলে তোফাজ্জেল হাওলাদার তাকে মোটরসাইকেল চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে । তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে আহত মোটরসাইকেল চালক তোফাজ্জেল ও আরোহী ইমরানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুক্তিযোদ্ধা মামুন অর রশিদকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করে তার ছেলে রফিকুল মোটর সাইকেল চালক তোফাজ্জেল ও আরোহী ইমরান হোসেনকে আসামী করে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি