সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২২), একই গ্রামের মৃত শাহিনের ছেলে মোঃ সবুজ ইসলাম (১১) ও সিরাজগঞ্জ জেলা শহরের মালশাপাড়া মহল্লার মোঃ আব্দুল হকের ছেলে মোঃ মাহমুদুল হক মামুন (৩৭)।
র্যাব-১২’র লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়েষ্টেশন সন্নিকটে অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ সাব্বির হোসেন ও শিশু সবুজ ইসলামকে গ্রেফতার করা হয়।
একইদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিরাজগঞ্জ জেলা শহরের মালশাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ২৭ বোতল ফেন্সিডিল ৪ পিচ ইয়াবাসহ মাহমুদুল হক মামুনকে গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।