Top
সর্বশেষ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৫২তম সভা

১৯ ডিসেম্বর, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৫২তম সভা
নিজস্ব প্রতিবেদক :

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩৫২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কয়েকজন পরিচালক সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স) অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ; পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান এমপি; সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম, আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দিন খান, ফকির আখতারুজ্জামান, মিসেস জেবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে. এ. এম. মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন।

শেয়ার