Top
সর্বশেষ

পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম

১৯ ডিসেম্বর, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম
পাবনা প্রতিনিধি :

পাবনায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। পাবনা সদরের হিমায়েতপুর ইউনিয়নের চর ভগিরাতপুর গ্রামে গত রবিবার এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানায় গত ১৮-১২-২০২২ ইং তারিখের লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ইমদাদুল হক ও তার স্ত্রী চুমকি খাতুনকে মারাত্মক ভাবে জখম করে পতিপক্ষের লোকজন। ইমদালুল প্রামাণিক এর পরিবারের লোকজন জানান, স্থানীয় আনিসুল রহমান আনিস, বজলুর, শফি, আমিরুল, সাদ্দাম, সাকাইদের সাথে দীর্ঘদিন যাবত ইমদাদুল এর বিরোধ চলছিলো এরই জেরধরে সংঘর্ষ শুরু হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার সালিশ ও বিচার ও হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি।

চুমকি খাতুন বলেন, আমার স্বামী প্রতিদিন সকালে দোকানে থাকে, সেদিনও দোকানে ছিল হঠাৎ তার চিৎকার শুনে আমি বাইরে এসে দেখি আমার স্বামীকে আনিছ সহ তার লোকজন মারছে আমি ঠেকাতে গেলে আমাকেও মারধর করেন তারা। তারা প্রভাবশালী হওয়ায় আমাদের উপর মাঝে মাঝেই হামলা করে।

এ বিষয়ে আহত ইমদাদুলের ছোট ভাই কাবিল উদ্দিন বলেন, আমার ভাই কে কুপিয়ে জখম করেছে আনিছের লোকজন। সকালে আনুমানিক ৯ জন লোক নিয়ে আনিছ আমার ভাইয়ের দোকানে এসে তাকে গালিগালাজ করতে থাকে। আমার ভাই তাকে নিষেধ করলে তারা আরো ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে ইমদাদুল এর উপড় হামলা করলে তার চিৎকার শুনে আমার ভাবী এসে বাঁচানোর চেষ্টা করলে তাকেও কুপিয়ে আহত করে। আতঙ্ক সৃষ্টি করে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সময় আমার ভাইকে গুলি করে হত্যর হুমকি দিয়ে যায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে পাবনা সদর থানার ওসি তদন্ত মোঃ শহিদুল হক জানান, উভয় পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার