সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা নাটোর জেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- নাটোর পৌর এলাকার উত্তর বড়গাছা মহল্লার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মোস্তাকিম হোসেন মুন্না (৩২) ও দক্ষিন বড়গাছা মহল্লার মৃত সেকান্দার আলীর ছেলে মোঃ শাহাদাৎ আলী (৩০)।
র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৫টার দিকে নাটোর জেলা শহরের ঈদগাহ মাঠের সামনে অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ১ কোটি টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।