নামের পাশে এমবিবিএস, এমডি, বিডিএস নানা ডিগ্রির বাহার। কেউ করতেন ভাঙা হাড়ের সার্জিকাল প্লাস্টার, কেউ মা ও শিশু বিশেষজ্ঞ, আবার কেউ নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। কিন্তু এসব ডিগ্রি তাঁদের নিজেদের দেওয়া। এগুলো স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের সনদ নয়।
স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের অনুমোদিত সার্টিফিকেট ছাড়া এবং চিকিৎসার প্রেক্ষাপট সম্পর্কে সঠিক জ্ঞান না রেখেই চিকিৎসা ও ওষুধ লিখে দিয়ে যাচ্ছেন তাঁরা। নওগাঁর বিভিন্ন এলাকায় এ ধরনের ভুয়া চিকিৎসকে ভরে গেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৫ (র্যাব-৫)- এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় পাঁচ ভুয়া চিকিৎসককে আটক করে র্যাব। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা করা হয়। আজ মঙ্গলবার বিকেলে র্যাব-৫- এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি হলেন, পত্নীতলা উপজেলার পুঁইয়্যা গ্রামের চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের আবুল কাশেম মিঠু (৩৯), বালুখা পূর্বপাড়া গ্রামের মোশারফ হোসেন ওরফে রাজু (৩২) এবং শাজিপুর পুরাতন বাজার এলাকার গোলাম সারোয়ার ওরফে সোহান (২৯)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, স্বীকৃত কোনো সনদ কিংবা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার
বিভিন্ন এলাকায় ডিগ্রিধারী চিকিৎসকের সাইনবোর্ড দিয়ে ব্যক্তিগত চেম্বার খুলে ও ওষুধের দোকানে বসে বেশ কিছু ভুয়া চিকিৎসক মানুষকে প্রতারিত করে আসছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান ও উপ-অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল সোমবার সন্ধ্যায় নজিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের অনুমোদিত এমবিবিএস ও বিডিএস সার্টিফিকেট দেখাতে না পারায় পাঁচ ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।