স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে দলই সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাকে তার জবাব দিতে হবে। রাজনৈতিক দলগুলো নিয়ম কানুন মেনে রাজনীতি করতে হবে। যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সাথে কাজ করছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজশাহীর বাঘায় আনসার ও ভিডিপি মডেল উপজেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি সীমান্তে যেন মরণাস্ত্র ব্যবহার না করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এবং রাজশাহীর আনসার ব্যাটালিয়ন (৪) এর পরিচালক ও জেলা কমান্ডেন্ট (অতিঃ দায়িত্ব) কামাল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য সমগ্র বাংলাদেশের ১৩টি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে এবং ৯টি উপজেলা আনসার ও ভিডিপি, নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলার বাঘা এবং তানোর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি আতাউর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থায়নে চলতি বছরের ১৮ মে ২২ বাঘা উপজেলা পরিষদ চত্বরে ১২০০ বর্গফুট, উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দ্বিতল ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, রাজশাহী বিভাগের আনসার-ভিডিপির উপ মহাপরিচালক কামরুন নাহার।দেশ নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠান ৮০ (আশি) লক্ষ ৭০ হাজার ১৬৫ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মাণ কাজ শেষ করেছেন।