Top

পাবনা সুজানগরে বালু ভর্তি হ্যারোর ধাক্কায় তিন বছরের শিশু নিহত

২১ ডিসেম্বর, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
পাবনা সুজানগরে বালু ভর্তি হ্যারোর ধাক্কায় তিন বছরের শিশু নিহত
পাবনা প্রতিনিধি :

পাবনার সুজানগরে বালু ভর্তি হ্যারো গাড়ির ধাক্কায় মোস্তাকিম হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার চরভবনীপুর গ্রামের দালাল উদ্দিন খানের দোকানের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, সকাল ১১টার দিকে শিশু মুস্তাকিম জালাল উদ্দিন খানের দোকানের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করছিল। এ সময় পদ্মা নদীর চরাঞ্চল থেকে অবৈধ বালু বহন করে উপজেলা সদরের দিকে আসা একটি হ্যারো গাড়ি শিশু মোস্তাকিমকে সজরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়, এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

শেয়ার