Top
সর্বশেষ

দিনের শুরুতেই উইন্ডিজ শিবিরে তাইজুলের আঘাত

০৫ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩০ পূর্বাহ্ণ
দিনের শুরুতেই উইন্ডিজ শিবিরে তাইজুলের আঘাত

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ব্যাটসম্যান এনক্রুমাহ বোনারকে তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটের পতন ঘটিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ব্যাট হাতে নামেন আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার ও ক্রেইগ ব্রাথওয়েট। তবে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই দিনের প্রথম বলে বোনারকে সাজঘরে ফেরত পাঠান তাইজুল। স্লিপে নাজমুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে বোনারের সংগ্রহ ছিল ১৭ রান।

তবে বোনার ফিরে গেলেও ব্রাথওয়েট তুলে নিয়েছেন ফিফটি। আগের দিন ৪৯ রানে অপরাজিত থাকা এ ব্যাটসম্যানের এখন পর্যন্ত সংগ্রহ ৫৫ রান। আর বোনার আউট হওয়ার পর ব্যাট করতে নামা কাইল মায়ারস ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন। এখন পর্যন্ত ২৩ বলে ২৩ রান তুলে অপরাজিত আছেন তিনি।

প্রথম ইনিংসে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। ‍ৃপ্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশের তুলনায় তারা এখনও ৩২৫ রানে পিছিয়ে।

বুধবার শুরু হওয়া ম্যাচের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরি এবং সাকিব আল হাসান ও সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে ভর করে ৪৩০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১০৩ রান করেন মিরাজ। এ ছাড়া সাকিব ৬৮ ও সাদমান ৫৯ রান করেন।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ছিলেন জোমেল ওয়ারিকেন। ১৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া কর্নওয়েল ১১৪ রানে ২টি উইকেট নেন।

শেয়ার