Top
সর্বশেষ

করদাতার সম্মাননা ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

২১ ডিসেম্বর, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
করদাতার সম্মাননা ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :

গত করবর্ষে ২০২১-২২ সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাইয়ের পর সেরা করদাতাদের ট্যাক্স কার্ড প্রদানের জন্য গেজেট প্রকাশ করা হয়েছে। আজ (২১ ডিসেম্বর) এনবিআর সূত্র থেকে এ তথ্য জানা যায়।

আগামী বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় অফিসার্স ক্লাবে এনবিআর সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেবে।

এ তালিকায় জাতীয় পর্যায়ের ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর।কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেয়া হয়ে থাকে।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকারভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।

ট্যাক্স কার্ডের জন্য নির্বাচিতরা

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় সেরা করদাতারা হচ্ছেন- এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন, লে. জেনারেল আবু সালেহ মো. নাসিম (অব.)।

প্রতিবন্ধী তালিকায় রয়েছেন- আকরাম মাহমুদ, ডা. মামুনুর রশিদ ও লুবনা নিগার।

খেলোয়াড় তালিকায় রয়েছেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও কাজী নুরুল হাসান (সোহান)।

অভিনেতা-অভিনেত্রী তালিকায় রয়েছেন- মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী, পীযূষ ব্যানার্জী।

শিল্পী তালিকায় রয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল, কুমার বিশ্বজিৎ।

নারী করদাতার তালিকায় রয়েছেন- আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, শাহনাজ রহমান, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান।

চিকিৎসক তালিকায় রয়েছেন- জাহাঙ্গীর কবির, একেএম ফজলুল হক, প্রাণ গোপাল দত্ত, নার্গিস ফাতেমা ও এন এ এম মোমেন্জ্জুামান।

তরুণ করদাতার তালিকায় রয়েছেন- সাফওয়ান সোবহান, আফিস ইকবাল মাহমুদ, নাসিরুদ্দিন আকতার রশীদ, রাইসা সিগমা হিমা ও রবিন রাজন সাখাওয়াত।

ব্যবসায়ীদের তালিকায় রয়েছেন- গোলাম দস্তগীর গাজী, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম, মাহবুবুর রহমান ও গাজী গোলাম মুর্তজা।

বেতনভোগী তালিকায় সেরা করদাতারা হলেন- মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন, এম এ হায়দার হোসেন।

সাংবাদিকদের মধ্যে রয়েছেন- ফরিদুর রেজা, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ, নঈম নিজাম।

আইনজীবী তালিকায় রয়েছেন- শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌফিকা আফতাব, নিহাদ কবীর ও আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

প্রকৌশলী তালিকায় রয়েছেন- মো. জহুরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও মোহাম্মদ আবদুল্লাহ।

স্থপতি তালিকায় রয়েছেন- মোহাম্মদ ফয়েজ উল্লাহ, এনামুল করিম নির্ঝর ও ইয়াসেফ ওসমান।

অ্যাকাউন্টেট তালিকায়- মাশুক আহমেদ, মো. মোক্তার হোসেন ও রাকেশ সাহা।

সিনিয়র সিটিজেন করদাতারা হলেন- কাউছ মিয়া, খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও খন্দকার বদরুল হাসান।

নতুন করদাতা হিসেবে নাম লিখিয়েছেন- এরিক এম ওয়াকার, ওবায়দুল ইসলাম কিরণ, নাজমা আক্তার, লুইস এনরিক মায়োরগা মনকাডা, জুমারা বেগম, সাকেব মোহাম্মদ আলী ও সাদরুদ্দিন আহসান আলী।

অন্যান্য ক্যাটাগরিতে মো. নজরুল ইসলাম মজুমদার, মো. মনির হোসেন ও নাফিস সিকদার।

প্রতিষ্ঠান পর্যায়ে সেরা করদাতা

ব্যাংকিং খাত থেকে সেরা করদাতার নাম রয়েছে- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লি. ও ডাচ্-বাংলা ব্যাংকের।

শেয়ার