বাঙালীর তাৎপর্য মন্ডিত গৌরবগাঁথা ডিসেম্বরের বিজয় অধ্যায়কে আরও বেশি স্মরণীয় করে রাখতে মীরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, যুদ্ধকালীন ১নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব-উর রহমান রুহেল।
এসময় উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, মহাসচিব রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মেলা কমিটির প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, পৌরমেয়র গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই শাখার সভাপতি নয়ন কান্তি ধুম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।