Top
সর্বশেষ

নোয়াখালীতে বিএনপির ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

২৩ ডিসেম্বর, ২০২২ ২:০২ অপরাহ্ণ
নোয়াখালীতে বিএনপির ২৪ নেতাকর্মী গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অংগ-সংগঠনের ২৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে বিএনপির দাবি কোন প্রকার কারণ ছাড়া এক নেতার বাড়িতে হাঁস পার্টি চলাকালিন সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ মো. জাফর উল্যাহ রাসেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলওয়ার হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. মমিনুল হক কালা মিয়া ও শহর ছাত্রদলের আহবায়ক মো. ওয়াসিম সহ ২৪জন।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, আগামী শনিবার জেলা শহরে বিএনপির গণমিছিল হওয়ার কথা। সে মিছিলকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শ্রমিক দলের আহবায়ক মো. দেলওয়ার হোসেনের পৌর এলাকার সোনাপুরস্থ বাড়িতে নেতাকর্মীরা একত্রিত হয়। পরে তার বাড়িতে হাঁস পার্টি করে নেতাকর্মীরা আনন্দ করছিলো। এর মধ্যে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই বলেও দাবি করেন সাধারণ সম্পাদক আবদুর রহমান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে সোনাপুর দেলোয়ার কমিশনারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার