Top

সিরাজগঞ্জে কৃষকের জমিতে আ’লীগ কার্যালয়ের সাইনবোর্ড!

২৩ ডিসেম্বর, ২০২২ ২:১৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কৃষকের জমিতে আ’লীগ কার্যালয়ের সাইনবোর্ড!
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের শ্রীকৃষ্ণপুর গ্রামে কৃষকের সবজির জমিতে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে। জমির মালিক কৃষক সিদ্দিকুর রহমান বাঁধা দিলে স্ত্রীসহ ওই কৃষককে মারধর করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে কৃষক সিদ্দিকুর রহমান বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে তাড়াশ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

তাড়াশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম অভিযোগের বরাত দিয়ে জানান, তাড়াশ সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের সিদ্দিকুর ১২ বছর আগে বেলাল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলের মাধ্যমে সবজিসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে আসছে। গত রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নিজেকে তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দাবি করা সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন জোর করে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ সময় বাঁধা দিতে গেলে তার স্ত্রী কল্পনা খাতুন ও তাকে মারধর করে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে হবে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজা বলেন, তাদের দলীয় কার্যালয়ের পাশে সিদ্দিকুর রহমানের নিজস্ব জমি বাদে কিছু সরকারি খাস জমি থাকায় সেখানে সাইনবোর্ড লাগানো হয়েছে।

রাস্তার পাশের ওই জমিতে মাটি ভরাট করে সিদ্দিকুর সবজির চাষ করে আসছিল বলে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভুলুন চন্দ্র বসাক জানিয়েছেন। তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমকেও বিষয়টি জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে সিদ্দিকুর তার কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, অভিযুক্ত সেলিম রেজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হয়েছেন। বর্তমানে দলে তার কোনো পদ-পদবি নেই। তবে খলিলুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। অভিযুক্ত অন্যরা ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান নয়, সাবেক নেতা বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার