কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন৷ সম্মেলনে যোগ দিতে দলে দলে লাল-সবুজ রঙের টি-শার্ট আর সাদা ক্যাপ পরে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা৷
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ আশেপাশের এলাকাগুলোতে এমন চিত্র দেখা গেছে ৷
ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন তারা। এদিকে সকাল ৭টা থেকে সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়।
এবারের সম্মেলন ঘিরে তৈরি করা হয়েছে ‘পদ্মা সেতুর ওপরে নৌকার’ আদলে মঞ্চ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসার পর আধঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে৷
এদিকে সম্মেলন কেন্দ্র করে যান চলাচল ও গাড়ি পার্কিং বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ওই নির্দেশনা মেনে আজ রাজধানীতে চলাচল করতে বলা হয়েছে।
বিপি/এএস