Top

জনগণের ওপর আস্থা-বিশ্বাস আছে, ভোট কেনো চুরি করবো: প্রধানমন্ত্রী

২৪ ডিসেম্বর, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
জনগণের ওপর আস্থা-বিশ্বাস আছে, ভোট কেনো চুরি করবো: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

নিজের জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দেবেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের স্বার্থ কারও হাতে নষ্ট হতে দেবো না। ভোট চুরি এ দেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং নেবেও না। জনগণের ওপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। আমরা কেন ভোট চুরি করবো?

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম সম্মেলনে আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ২০১৯ সালে আমাদের সম্মেলন করেছিলাম, তিন বছর পর আবার আমাদের সম্মেলন হচ্ছে। ১০ জেলা ছাড়া সব কটিতে সম্মেলন করেছি। অনেক কমিটির মেয়াদ শেষ হয়নি। শেষ হলে সেই কমিটিগুলোর সম্মেলন হবে। আমরা রাজনৈতিক দলের নিয়ম মেনেই যথাসময়ে সম্মেলন করছি।দক বিপ্লব বড়ুয়া।

বিপি/এএস

শেয়ার