Top
সর্বশেষ

বিএনপি নেতা মিন্টুর সাথে সেলফিতে ক্ষুব্ধ তৃনমুলের নেতাকর্মীদের

২৫ ডিসেম্বর, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
বিএনপি নেতা মিন্টুর সাথে সেলফিতে ক্ষুব্ধ তৃনমুলের নেতাকর্মীদের
ফেনী প্রতিনিধি :

দীর্ঘদিন ধরে যুবলীগ রাজনীতিতে জড়িত তিনি। তবে হঠাৎ করে রাতারাতি যুবদল রাজনীতিতে সক্রীয় হয়ে ব্যাপক আলোচিত হচ্ছেন সোনাগাজীর আরিফুল ইসলাম বাবর। তার বাড়ি সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিৃযনের মদিনাবাজার এলাকায়। সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে রাতারাতি যুবদল নেতা বনে যাওয়া বাবরের সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরী হয়। আর এতেই ভোল পাল্টিয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিন বলেন বাবর আমাদের দলের কোন পদবিতে নেই।

বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টুর সাথে সেলফি কান্ডের পর বাবরের যুবলীগ রাজনীতিতে জড়িত থাকার একাধিক ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে।ছবিগুলোতে তাকে যুবলীগের বিভান্ন মিছিল সমাবেশ ও আলোচনা সভায় সক্রীয় অংশগ্রহণ করতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছে এক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার আত্মীয় হওয়ার সুবাদে এলাকার রাজনীতিতে বাবরের রয়েছে প্রচন্ড দাফট। দীর্ঘদিন আওয়ামীলীগের সুবিধা ভোগ করা বাবর গত কয়েক মাস আগে উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের হাত ধরে যুবদল রাজনীতিতে জড়িয়ে পড়েন।

ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বলেন, বিএনপি এতটাই নেতাকর্মী শুন্য হয়ে যায়নি যার কারনে বাবরের মতো চিহ্নিত যুবলীগ নেতাকে দলে টানতে হবে। আবার তাকে নিয়ে আমাদের নেতা আব্দুল আউয়াল মিন্টুর সাথে সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দিতে হবে। বাবরকে যারা মিন্টু ভাইয়ের কাছে নিয়ে গেছে তাদেরকে দলীয় ফোরামে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা ধারনা করছি যুবলীগ তাকে বিশেষ এসাইনমেন্ট দিয়ে যুবদলে প্রবেশ করানোর চেষ্টা করছে যাতে বিএনপির নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়ে।

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বলার সময় বাবরের প্রসঙ্গ আনলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন।এসময় তিনি বলেন যুবলীগ করলে কি এখন যুবদল করতে পারবেনা এতদিন আওয়ামীলীগের সাথে আতাত করে চলেছে তবে এখন সে আর আওয়ামীলীগের সাথে নেই।

বক্তব্য জানতে অভিযুক্ত আরিফুল ইসলাম বাবরের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।পরে মোবাইল নাম্বারে ক্ষুদে বার্তা পাঠালেও জবাব দেননি তিনি।

শেয়ার