পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির একটি হোটেলে মার্কিনিদের ওপর হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে পর দুই দিনের উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান সরকার। খবর আল-জাজিরার।
নিরাপত্তা সতর্কতায় পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার তথ্য পেয়েছে যে, অজ্ঞাত ব্যক্তিরা ছুটির সময় ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে।
বড়দিনের ছুটিতে পাকিস্তানে থাকা মার্কিন স্টাফদের জনপ্রিয় অথবা তারকামানের হোটেলগুলোয় যেতে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ছুটিতে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে সব কর্মীদের প্রতি আহ্বান জানায় মার্কিন মিশন।
গত শুক্রবার ইসলামাবাদের আবাসিক এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন। এরপরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে।
বিপি/এএস