Top
সর্বশেষ

তাইওয়ানের আকাশে চীনের ৪৭টি যুদ্ধ বিমান

২৬ ডিসেম্বর, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ
তাইওয়ানের আকাশে চীনের ৪৭টি যুদ্ধ বিমান
আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশে মহড়া চালিয়েছে চীনের ৪৭টি যুদ্ধ বিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মহড়ায় অংশ নিতে তাইওয়ান প্রণালীর আশপাশে সাতটি জাহাজও পাঠায় বেইজিং।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে পরদিন সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টার মধ্যে ৪৭টি চীনা বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। বিমানের মধ্যে ছিল ১৮টি জে-১৬ যুদ্ধবিমান, ১১টি জে-১ যুদ্ধবিমান, ছয়টি সু-৩০ এবং ড্রোন। খবর আল-জাজিরার।

এমন পরিস্থিতিতে চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি চলে আসলে গতিপথ অনুসরণ করে তাইপের সামরিক বাহিনী। তার আগে তাইওয়ানের চারপাশে একটি সামরিক মহড়ার ঘোষণা দেন চীনা সেনাবাহিনীর পূর্বাঞ্চলী কমান্ডের মুখপাত্র শি ই।

তাইওয়ানকে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের প্রেক্ষিতেই দ্বীপটিকে কেন্দ্র করে মাঝেমধ্যে মহড়া চালিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে আসছে চীন। গত আগস্টে তাইওয়ানে রাজধানী তাইপেতে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে অঞ্চলটিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।

বিপি/এএস

শেয়ার