Top

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৬ ডিসেম্বর, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরবয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মুহিদুর রহমান খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ৭ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়েষ্টেশন সন্নিকটে অভিযান চালিয়ে ২৩৯ গ্রাম
হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার