যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলে তুষার ঝড়ে ২৮ জন মারা গেছেন। এদের মধ্যে ২৭ জনই বাফেলোর।
নিউ ইয়র্কের এক কর্মকর্তা বলেছেন, তুষার ঝড়ের কারণে কিছু মানুষ দুদিন ধরে গাড়ির মধ্যে আটকা আছেন। তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় এবারেরটাই।মঙ্গলবার (২৭) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুষার ঝড়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে মোট ৫৬ জনের প্রাণহানি হয়েছে।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোছুল বলেছেন, গত বৃহস্পতিবার থেকে প্রকৃতি তার সব কিছু দিয়ে আমাদের আঘাত করছে। এটি প্রকৃতি মায়ের সঙ্গে একটি যুদ্ধ।
ক্যাথি হোছুল বলেছেন, রাস্তার পাশের যানবাহনগুলো হতবাক করছে। বাসিন্দারা প্রাণ সংশয়ের মুখে পড়ছে। তুষারের কারণে জরুরি বিভাগের গাড়িগুলো বহু স্থানে পৌঁছতে পারছে না।
তুষার ঝড় আঘাত হানা এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগসহ জরুরি পরিসেবা বন্ধ রয়েছে। সবমিলিয়ে বড়দিনের ছুটিতে উৎসবের বদলে স্থবির হয়ে গেছে মার্কিন জনজীবন। বৈরি আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছেন না বাসিন্দারা।
দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গেছে। প্রবল ঠাণ্ডার কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত পানি। ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।