Top

সিরাজগঞ্জে শুটার গানসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শুটার গানসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা পাবনা জেলা সদরে অভিযান চালিয়ে ৭টি দেশীয় ওয়ান শুটার গানসহ মোঃ কিরন (৩৩) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কিরন পাবনা জেলা সদরের চক পৈলানপুর উত্তর পাড়া গ্রামের মোঃ একরামুল হক সিদ্দীকীর ছেলে।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মুহিদুর রহমান খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে পাবনা জেলা সদরের চক পৈলানপুর উত্তর পাড়া গ্রামে মোঃ কিরনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৭টি দেশীয় ওয়ান শুটার গানসহ কিরনকে গ্রেফতার করা হয়। সেইসাথে দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার