Top
সর্বশেষ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

০৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৫ দশমিক ৪০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৬ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমআই সিমেন্টের দর বেড়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮১ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের বেড়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৬ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ন্যাাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৬ দশমিক ৬১ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬ শতাংশ, রেকিট বেনকিজারের ৪ দশমিক ৪৩ শতাংশ, বিএসআরএম স্টিলের ৪ দশমিক ১৮ শতাংশ, সোনালী আঁশের ৩ দশমিক ২৯ শতাংশ ও ওয়ালটন হাই-টেকের শেয়ার দর ৩ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

শেয়ার