Top
সর্বশেষ

মুমিনুল-লিটনে বাংলাদেশের ৩৪১ রানের লিড

০৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
মুমিনুল-লিটনে বাংলাদেশের ৩৪১ রানের লিড
স্পোর্টস ডেস্ক : :

গতকাল মিরাজ তাইজুলরা উইন্ডিজ ব্যাটসম্যানদের নিয়ে ছেলে খেলা করেন। শেষ ৬ রান সংগ্রহ করতে ক্যারিবীয়দের ৫ উইকেট বিসর্জন দিতে হয়। পরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

হাল ধরতে তখন মাঠে আসেন অধিনায়ক মুমিনুল হক। তারপর হারান আরেক সঙ্গীকে। কিন্তু মুশফিকুর রহীমকে সঙ্গে নিয়ে এরপর ক্যারিবীয় বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন এ দলপতি।

চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের শেষ বিকেলে এই যুগল দলের হাল ধরেন। চতুর্থ দিনের সকালে পৌনে এক ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন। কিন্তু এরপরই ঘটে বিপদ। রাহকিম কর্নওয়ালের একটি বল মিস করে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে সাঁজ ঘরে ফেরেন মুশফিক।

বোলার ছাড়া বাকি ফিল্ডারদের কেউ সেভাবে আবেদনও করেননি। কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেন। মুশফিক রিভিউ নিয়েছিলেন। কাজ হয়নি, বল উইকেট হিট করেছে দেখা যায়। ফলে ৪৮ বলে ১৮ রানের ইনিংস নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মিস্টার ডিপেন্ডেবলকে।

চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুলের জুটিটি ছিল ৪০ রানের। মুশফিক সাজঘরে ফেরার পর অধিনায়কের সঙ্গী হন লিটন দাস। এর কিছু পরই ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান। লিড ৩৪১ রানের। মুমিনুল ৯৫ আর লিটন দাস ৪৭ রান নিয়ে ব্যাটিং করছেন।

৩ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেনন গ্যাব্রিয়েল আর কেমার রোচরা সকালের শিশির কাজে লাগানোর চেষ্টা করলেও তাতে সফল হতে দেননি মুমিনুল-মুশফিক। কিন্তু দারুণ খেলতে খেলতে হঠাৎ ভুল করে বসেন মুশফিক।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে ২৫৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১৭১ রানের বড় লিড নিয়েই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

শেয়ার