Top
সর্বশেষ

হাসনাবাদে পূবালী ব্যাংকের ৪৯৫তম শাখা উদ্বোধন

২৮ ডিসেম্বর, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
হাসনাবাদে পূবালী ব্যাংকের ৪৯৫তম শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের হাসনাবাদে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৯৫তম শাখা আজ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। এ সময় অতিথি হিসেবে সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং হাসনাবাদবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক কেরাণীগঞ্জের হাসনাবাদে শাখা উদ্বোধন করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে শাখা প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার