Top
সর্বশেষ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩৮তম শাখা উদ্বোধন

২৮ ডিসেম্বর, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩৮তম শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুরের দারুস সালাম রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১৩৮তম শাখা হিসেবে দারুস সালাম রোড শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত মঙ্গলবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা (শিমু)।

উদ্বোধনী অনুষ্ঠানে জে. ভি টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম বাবর, এস. এ খান টাওয়ারের ভবন মালিক হায়দার আলী খান, ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়ার্ড-১২ নং এর কাউন্সিলর মুরাদ হোসেন এবং হোসাইন কন্সট্রাকশন প্রাইভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসাইন আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। দেশের কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান অর্থনীতিকে আরও গতিশীল করতে এই ব্যাংক প্রতিনিয়ত বিভিন্ন খাতে বিনিয়োগ প্রদান করছে, দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যেও সম্প্রসারণ এবং শিল্প উন্নয়নে সাধ্যমত অবদান রাখতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার