Top

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনার্জিপ্যাক

০৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনার্জিপ্যাক
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৪ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১০৯ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার দর কমেছে ১৫ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৭১ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের দর কমেছে ১৩ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সামিট পাওয়ারের ১২ দশমিক ৪৫ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৪৩ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ১২ দশমিক ০৭ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১১ দশমিক ৫৭ শতাংশ, ডমিনেজ স্টিলের ১০ দশমিক ৭৪ শতাংশ, শ্যামপুর সুগারের ১০ দশমিক ৬৮ শতাংশ ও সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর ১০ দশমিক ৩৭ শতাংশ কমেছে।

শেয়ার