Top
সর্বশেষ

মাকে হারানোর চেয়ে বড় ক্ষতি আর নেই: মোদিকে শেহবাজ

৩০ ডিসেম্বর, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
মাকে হারানোর চেয়ে বড় ক্ষতি আর নেই: মোদিকে শেহবাজ
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আর এরপরই নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, মাকে হারানোর চেয়ে বড় ক্ষতি আর কিছুতে নেই। বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোররাতে নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুর পর শোকপ্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মাকে হারানোর চেয়ে বড় ক্ষতি আর কিছু নেই। মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার সমবেদনা।’

গুজরাটের রাজধানী আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে হীরাবেন মোদিকে গত মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছিল। হাসপাতালটি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে তিনটায় তার মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গান্ধীনগরে।

হীরাবেন এই গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন। অবশ্য শেহবাজ শরিফ একাই নন। মোদির মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন আরও বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান।

এর আগে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানান। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির মা হীরাবাজির দুঃখজনক মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি একজন ভালো মানুষ এবং একজন সত্যিকারের কর্মযোগী ছিলেন। তার বিদেহী আত্মা শান্তিতে থাকুক।’

এছাড়া নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ‘প্রচন্ড’ও শোক প্রকাশ করেছেন। একটি টুইট বার্তায় নেপালের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নেহময়ী মা শ্রীমতি হীরাবা মোদির মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত, আমি প্রধানমন্ত্রী মোদিজি এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি।’

নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘শ্রদ্ধেয় মা হীরাবেন মোদির মৃত্যুতে শ্রী নরেন্দ্র মোদিজি এবং তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তার (হীরাবেন) আত্মা চিরন্তন মোক্ষ লাভ করুক।’

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এক টুইট বার্তায় বলেছেন, ‘শ্রীমতি হীরাবেন মোদির মৃত্যুর কথা শুনে গভীরভাবে দুঃখিত। প্রিয় মাকে হারানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির প্রতি আমার আন্তরিক সমবেদনা। শোকের এই সময়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারের প্রতি আমাদের প্রার্থনা।’

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীনগরে তার মা হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন করেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং গুজরাটের ক্যাবিনেট মন্ত্রীরা মোদির মায়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

শেয়ার