Top
সর্বশেষ

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

৩১ ডিসেম্বর, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালী প্রতিনিধি :

বাংলাদেশে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের শ্যামলাপুর এবং ৩৩ পদাতিক ডিভিশনের স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় ১১০জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শনিবার দুপুরে স্বর্ণদ্বীপ সেনাবাহিনী ক্যাম্পে এ কম্বল বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, ওএসপি, এসজিপি, এনডিসি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, সেনাকল্যাণ সংস্থা বিএসপি, এনডিইউ, পিএসসি চেয়ারম্যান মেজর জেনারেল ইফতেখার আনিস প্রমুখ।

সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণকালীন সময়ে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় বলে মত প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণদ্বীপ অঞ্চলের অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচী পরিচালনা করছে। এই কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ধরণের দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা, গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও বিশেষ পরামর্শ প্রদান করছে এবং অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের ছানি, চালসে ও দীর্ঘ দৃষ্টি ইত্যাদি রোগের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। সেবামূলক এই ক্যাম্পেইনটি বেসামরিক পরিমন্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

 

শেয়ার