Top

সিরাজগঞ্জে ২৭ ছিনতাইকারী গ্রেপ্তারের পর ছিনতাই নিয়ন্ত্রণে

০১ জানুয়ারি, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ২৭ ছিনতাইকারী গ্রেপ্তারের পর ছিনতাই নিয়ন্ত্রণে
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ বিভিন্ন সড়কে ছিনতাইকারী চক্রের ২৭ সদস্যকে গ্রেফতারের ফলে দীর্ঘদিন ধরে চলা ছিনতাই ও ডাকাতি অনেক কমে প্রায় নিয়ন্ত্রণে এসেছে।

গ্রেফতারকৃতরা সকলেই ছিনতাইকারী, ডাকাত ও হত্যা মামলার আসামি। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে বেশ কয়েকটি চক্র যানবাহনের গতিরোধ করে লুট করতো।

গত ১২ অক্টোবর মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি ফাঁকা স্থানে পুলিশের মাইক্রোবাসে ঢিল ছুঁড়ে গতিরোধ করে মালামাল লুটের ঘটনা ঘটার পরই টনক নড়ে পুলিশের। এ ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।

এর দু-দিন পর ১৭ অক্টোবর বেলকুচির সমেশপুর থেকে দুটি পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ ডাকাতদলের নেতা মন্তাজ আলীসহ তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ চক্রটি ওইদিনই একটি হত্যা ও ডাকাতির পরিকল্পনা করেছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মন্তাজের নামে চারটি ডাকাতি ও ৩টি ছিনতাই মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এ চক্রের সদস্যরা গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮ অক্টোবর গ্রেফতার করা হয় আরও ৬ বাস ডাকাতকে। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর, ঢাকার সাভার ও আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে চাঁপাইনবাগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলসে বাইপাইল থেকে যাত্রী বেশে ওঠে এ ডাকাতচক্রটি। এক পর্যায়ে চালককে ছুরিকাঘাত করে বাসটি নিয়ন্ত্রণে নেয় এবং অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ২ লাখ ১৫ হাজার টাকা ও ১৭টি মোবাইল লুট করে। এছাড়া ২ অক্টোবর মুলিবাড়ী ও কড্ডার মাঝামাঝি স্থানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রাশিয়ান প্রকৌশলীর ডলার ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ওই ঘটনার সঙ্গে জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ চক্রগুলোর সদস্যরা গ্রেফতার হওয়ার পর ১ নভেম্বর ভোরে যমুনা নদীর তীরে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পিডিএল বেজ ক্যাম্পে জেলে সেজে ডাকাতি সংঘঠিত করে আরও একটি চক্র। তারা একটি কোম্পানির তিন নাইটগার্ডকে মারধর করে বেঁধে রেখে পৌণে ৯ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনার ৭দিন পর ৭ নভেম্বর টাঙ্গাইলের কালিহাতী ও সিরাজগঞ্জের বেলকুচি থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। এরপর ১১ নভেম্বর ইকোপার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের টাকা ও মোবাইল ছিনতায়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়। অক্টোবর ও নভেম্বর মাসেই ডাকাতচক্রের ২২ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

এরপর থেকে বেশ কিছুদিন মহাসড়কে ছিনতাই বন্ধ থাকলেও ১৬ ডিসেম্বর রাতে উল্লাপাড়ায় বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা করে ছিনিয়ে নেয় অপর এক ডাকাতচক্র। ঘটনার ১০ দিনের মাথায় ওই চক্রের ৪ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সামিউল আলম বলেন, মহাসড়কে ডাকাতি সংঘঠিত হবার পর পরই একটি চৌকস টিম গঠন করা হয়। এ টিম রাত-দিন নিরলস পরিশ্রম করে আধুনিক তথ্যপ্রযুক্তি ও পর্যাপ্ত সোর্স নিয়োগ করে অল্প সময়ের মধ্যে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার ডাকাতদের বেশিরভাগের বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও চুরির মামলা রয়েছে।

পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বলেন, সিরাজগঞ্জের মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ৬টি ডাকাতচক্র সক্রিয় ছিল। ইতিমধ্যে ৫টি চক্রের ২৭ জনকে গ্রেফতার করা হলেও আরও ৫/৭ জনকে এখনও গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করেন তিনি।

শেয়ার