Top
সর্বশেষ

সাংবাদিক কাউসার আর নেই

০১ জানুয়ারি, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
সাংবাদিক কাউসার আর নেই
লক্ষ্মীপুর প্রতিনিধি :

জ্যেষ্ঠ সাংবাদিক ও এটিএন বাংলা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ইন্তেকাল করেছেন(ইন্না … রাজিউন)।

রবিবার রাত ১০টায় রাজধানীর ঢাকা বাংলাদেশ জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

সাংবাদিকদের প্রিয়মুখ কাউসারের মৃতুতে শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসেন আহম্মেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকেরা এবং সেচ্ছাসেবী সংগঠন সমব্যথী ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন শোক প্রকাশ করেছেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এটিএন বাংলা টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক । মরহুমে ১ম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় রবিবার সকাল ৯ টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাব মাঠ প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত সকাল সাড়ে ১০ টায় দিকে তার গ্রামের বাড়ি লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী তার গ্রামের বাড়িতে ২ য় জানাজা নামাজ অনুষ্ঠিত। পরে শেষ বিদায় দিয়ে তাকে পারিবারিক কবরের স্থানে দাপন দেয়া হয়।

মৃত্যুকালে তার দুই ছেলে এক মেয়ে এক স্ত্রী রেখে যান।

শেয়ার