Top

সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে বই উৎসব

০১ জানুয়ারি, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে বই উৎসব
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং বছরের প্রথম দিনেই বই উৎসব এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান- বিদ্যালয়ের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।

বক্তব্য শেষে বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয় এসময় নতুন বই পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বেশ হাসি খুশি। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার