Top
সর্বশেষ

মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ‘ফাস্ট ট্রাস্ট’ এর যাত্রা

০১ জানুয়ারি, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ‘ফাস্ট ট্রাস্ট’ এর যাত্রা
নিজস্ব প্রতিবেদক :

অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খরচ, ফর্ম ফিলাপ এবং যাকাতের সঠিক ব্যবহার সহ এমনই কিছু মহান লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে ঢাকার মিরপুরে নিজস্ব ঠিকানায় আত্মপ্রকাশ করেছে “ফাস্ট ট্রাস্ট”। যার আরো দুটি শাখা চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এলাকায় খোলার বিষয়ে আশা প্রকাশ করেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ফাস্ট ট্রাস্ট সংস্থাটির পরিচালনা পর্ষদে রয়েছেন, আহবায়ক মাওলানা মোহাম্মদ আব্দুল হাই, সদস্য সচিব মোহাম্মদ তাফহীমুর রহমান, এছাড়াও সদস্য ডাঃ মোহাম্মদ শাহরিয়ার ফয়সাল, মোঃ শরিফ উদ্দিন, মোঃ আব্দুল আজিজ মল্লিক, মোসাঃ সাবিকুন নাহার, অধ্যাপক ড. শেখ শাহীনুর রহমান এবং অধ্যাপক ড. কামরুল হাসান।

পরিচালনা পর্ষদের সকলে সংস্থাটির সাফল্য ও অসহায় শিক্ষার্থীদের সহযোগীতামূলক কার্যক্রমে সমাজের উচ্চ বিত্তবান মানুষের সহযোগীতা কামনা করেছেন। উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার