Top

ঈশ্বরদীতে থার্টি ফার্স্ট নাইটের পিকনিকে যুবকের মৃত্যু

০১ জানুয়ারি, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
ঈশ্বরদীতে থার্টি ফার্স্ট নাইটের পিকনিকে যুবকের মৃত্যু
পাবনা প্রতিনিধি :

পাবনা ঈশ্বরদীতে থার্টি ফাষ্ট নাইটে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় এসএসসি পরিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ।

পাবনা ঈশ্বরদী উপজেলার সাঁড়া থানা পাড়ায় থার্টি-ফাস্ট নাইটে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পিটিয়ে এক স্কুল ছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত স্কুল ছাত্র সাঁড়া থানা পাড়ার মিজানুর রহমান মিন্নুর ছেলে রোহান (১৫)। সে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরিক্ষার্থী ছিল। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাঁড়া পান হাট পাড়া ও মেম্বার পাড়ার লোকজনের সাথে সাড়া থানা পাড়ার পিকনিক এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের রোহানকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে স্থানীয়রা।

ঈশ্বরদী পুলিশের সার্কেল এএসপি বিপ্লব গোস্বামী পরিবারের বরাত দিয়ে জানান, রোহান রাতে বাড়িতে এসে তার মাকে ডাক দেয়। তার মার কাছে কিছু বলার আগেই রোহান মৃত্যুর কোলে ঢলে পড়ে। এএসপি গোস্বামী আরো বলেন, নিহতের শরীরে কোন দাগ নেই। মৃত্যুর তদন্ত চলছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

শেয়ার