Top
সর্বশেষ

এ যেন জল-পাহাড়ের স্বর্গীয় লীলা

০২ জানুয়ারি, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ
এ যেন জল-পাহাড়ের স্বর্গীয় লীলা
চট্টগ্রাম প্রতিনিধি :

দিনের কর্মব্যস্তা শেষে কিংবা ছুটির দিনে কে না চায় একটু প্রাকৃতিক ছোঁয়া পেতে, জল-পাহাড়ের ধারে ঘন্টাখানিক জিরিয়ে নিয়ে ক্লান্তি ভুলতে; মূলত তাদের জন্যই লোকালয়ের কাছাকাছি তৈরি হয়েছে চেয়ারম্যান লেক নামের এই কৃত্রিম লেক।স্বচ্ছ জল, সবুজ, শ্যামল, নীলাভ এখানকার প্রকৃতি। প্রতি ক্ষণে ক্ষণে বদলায় সেই প্রকৃতির রঙ, রূপ ও যৌবন। একেক ঋতুতে হয়ে ওঠে একেক রকম। বিশেষ করে শীতকালে হয়ে উঠে আরও মোহনীয়-মায়াময়। বলছিলাম,আজিজ নগর চেয়ারম্যান লেকের কথা।

পাহাড়ের পাদদেশে গড়া উঠা ওই লেক পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগরে অবস্থিত।প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকেপর্যটকরা ছুটে আসে এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ লেকের ছবি ভাইরাল হওয়ায় পর্যটকদের আগ্রহ বেড়েছে। আকর্ষণ বাড়ে ভ্রমণ পিপাসুদের এবং প্রকৃতি প্রেমীদের।সুউচ্চ পাহাড়-টিলার চূড়া থেকে বর্ষাকালে নেমে আসে আঁকা বাঁকা পথ বেয়ে সচ্ছ জল। চারদিকে পাহাড়, পাহাড়ের মোহনায় জলধারার হয়েছে সৃষ্টি।

চারদিকে সবুজে ঘেরা। দূর পাহাড়ের ওপর সাদা মেঘের ভেলা। আর কখনও কখনও লেকের স্বচ্ছ জলে ভেসে উঠছে পাহাড়সুদ্ধ সেই মেঘের ছবি। ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণ হয়ে উঠছে চেয়ারম্যান লেক।তরুণ তরুণীর ভীড় জমতে থাকে। দূর-দূরান্ত থেকে লোকজন আসা শুরু করে। পর্যটকদের উৎসাহ উদ্দীপনায় চেয়ারম্যান পুত্র রিয়াদ স্বপ্ন দেখে একটি পর্যটন স্পট করার। এক দল তরুণদের সাথে নিয়ে স্বপ্নের পথ ধরে হেঁটে চলে। পাহাড়ের পাদদেশে চেয়ারম্যান লেক,লেকের উপর দিয়ে চলছে বোট। লেকের জল আর পাহাড়ে ঘেরা নয়নাভিরাম দৃশ্য যে কাউকে কাছে টানে।

এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস, থাকে উল্লাসের ছাপ। এখানে মেঘ, পাহাড় আর জলাভূমি দেখা যাবে একই সঙ্গে।পাহাড়ের ঢাল বেয়ে ঘন সবুজের মাঝ দিয়ে চলা ঢালু পথগুলোই অন্য পাহাড়ি পর্যটন থেকে একে করে তুলেছে অনন্য।বর্ষাকালে এই পাহাড় চূড়ায় উঠে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাই আলাদা! দূরের লেক পাহাড়ের মাঝে নীলাভ জলরাশি যেন গেয়ে যায় অনিন্দ্য সুন্দর সম্প্রীতির গান। বর্ষাকালে লেকের মাঝে ছড়ায় সৌন্দর্যের মুক্তা। আর দূরের পাহাড়ের ভাঁজগুলো টেনে ধরে চোখেরচাহনি। বর্ষাকালে পাহাড়ের গাছপালা আর জঙ্গলগুলো সজীব-সতেজ।রাস্তার পাশের সেগুন গাছের বড় বড় পাতা বাতাসের সঙ্গে দোল খেয়ে দারুণ পরিবেশ সৃষ্টি করেছে। শীতকালে আবার এসব সেগুন গাছ পাতাবিহীন ন্যাড়া কঙ্কালের মতো ঠাই দাড়িয়ে থাকে।

শুধু সেগুনগাছ পাহাড়গুলোও হয়ে পড়ে মলিন-বিবর্ণ। সাঁঝের বেলায় ঝিঁঝি পোকার মতো নানা কীটপতঙ্গের শব্দ শোনা যায় এখানে। এ যেন অন্য এক পৃাথবী। এখানকার সৌন্দর্য উপভোগ করতে হলে দুপুরের পর ট্রেকিং করা ভালো। মেঘ-পাহাড়ের অনুপম সম্পর্ক উপভোগ করা যায় অনায়াসে।পড়ন্ত বিকেলে সূর্যের তেজ কমে গেলেই গৌধূলির আলো, তারপর অন্ধকার।কীটপতঙ্গের গুঞ্জন সন্ধ্যার নীরবতা ভেঙে দিয়ে পাহাড় আর লেক যেন এক সূতোয় গাঁথা।চারদিকে পাহাড়ের নৈস্বর্গিক সৌন্দর্য্য যে কাউকে বিমোহিত করে।অসংখ্য প্রজাতির বনজ, ফলদ আর ভেষজ বৃক্ষরাজির সমারোহ এখানে।

পিকনিক স্পট হিসেবে ভ্যানু করতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ে কিংবা একা বেড়াতে যেতে পারেন এই নতুন পর্যটন স্পটে। আবার পারিবারিক ভ্রমণের জন্যও চমৎকার জায়গাটি। একা একা চুপচাপ নিজের সাথে সময় কাটাতে চাইলেও মন্দ নয়।রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা,আপনি চাইলে নৌকায় ঘুরে বেড়াতে পারবেন লেকে। তার জন্য আপনাকে একটি নৌকা ভাড়া করতে হবে ঘন্টায় ১৫০/২০০ টাকা করে। চাইলে লেকে নেমে গোসলও করতে পারবেন।জ্যোৎস্না রাতের মজাই আলাদা এ লেকে।তাবু টাঙ্গিয়ে বাড়তি আনন্দ নিতে পারেন। নিরাপত্তা শতভাগ নিশ্চিত।রাতের বেলায় ছোট নৌকা নিয়ে লেকে ঘুরে বেড়ানো যায়।

যেভাবে যাবেন:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ আজিজনগর বাস ষ্টেশনে নেমে গজালিয়া সড়কে জীপ, রিক্সা ও মোটরসাইকেল নিয়ে যাওয়া যায়। রিক্সায় ৮০ টাকা ভাড়া, মাহিন্দ্রা গাড়ি জনপ্রতি ১৫ টাকা করে নিবে। এ ছাড়া ভাড়ায় চালিত মোটরসাইকেল জনপ্রতি ৩০ টাকা নেয়।স্থানীয় সাংবাদিক কাইছার হামিদ বলেন, পাহাড়ী জনগোষ্ঠীর জীবন যাপন নিয়ে নানা চিত্র, রিসোর্ট, নৌকা বাড়ানো, ভালো মানের রেস্টুরেন্ট, শিশু-কিশোর উপযোগী নানা ইভেন্টের খেলনা, ক্যাবল কার,ঝুলন্ত সেতু, রেলগাড়ীসহ নানা স্থাপনা স্থাপন করতে পারলে এই চেয়ারম্যান লেক হতে পারে এতদঅঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র।

 

 

শেয়ার