Top
সর্বশেষ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সর্বোচ্চ করদাতার সম্মাননা

০২ জানুয়ারি, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সর্বোচ্চ করদাতার সম্মাননা
নিজস্ব প্রতিবেদক :

করবর্ষ ২০২০-২০২১ এ ব্যাংক খাতে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (বাংলাদেশ)।

সোমবার (২ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের উন্নয়নে মডেল করদাতাদের অসামান্য অবদানের জন্য ঢাকায় এক অনুষ্ঠানে শীর্ষ করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি ও কোম্পানিকে ট্যাক্স কার্ড হস্তান্তর করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যাংক খাতে ২০২০-২০২১ করবর্ষে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কার অর্জন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান সাব্বির আহমেদ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের অগ্রগতির অংশীদার হিসেবে আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমরা বহু বছর ধরে ধারাবাহিকভাবে ব্যাংক সেক্টরে সর্বোচ্চ করদাতাদের একজন। এ স্বীকৃতির মাধ্যমে করদাতাদের উৎসাহিত করার জন্য এনবিআরকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি, এনবিআর ও বেসরকারিখাত একসঙ্গে কাজ করে রাজস্বনীতিকে আরও সহজ করার মাধ্যমে রাজস্ব আয়ে সুশাসন নিশ্চিত করবে, যা ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়াবে এবং বাংলাদেশকে তার প্রবৃদ্ধির গতিপথে আরও এগিয়ে নিয়ে যাবে।

দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ডের দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ও নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা দিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর, সবধরনের আমদানি-রপ্তানি অর্থায়নের এবং বিদেশি ব্যাংক দ্বারা বিদ্যুৎ উৎপাদনের অর্থায়ন ও এসএমই ঋণ নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশেষ ভূমিকা রেখেছে।

শেয়ার