Top
সর্বশেষ

পদ্মা অয়েলের ৫৩তম এজিএম

০২ জানুয়ারি, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
পদ্মা অয়েলের ৫৩তম এজিএম
নিজস্ব প্রতিবেদক :

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন।

শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান মোঃ মাহবুব হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সালেহ ইকবাল সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন।

সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২১-২২ অর্থবছরের জন্য ১২৫% হারে নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির পরিচালক বাসুদেব গাঙ্গুলী, কবিরুল ইজদানী খান, কাজী মোঃ আনোয়ারুল হাকিম, কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, মোঃ জাকির হোসেন, নাসিরুদ্দিন আকতার রশীদ, সুজাদুর রহমান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সালেহ ইকবাল, কোম্পানি সচিব নুমান আহমদ তাপাদার ও সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ার