Top
সর্বশেষ

নতুন বছরে নিজেকে ভালো রাখতে যে সকল কাজ করবেন

০৩ জানুয়ারি, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
নতুন বছরে নিজেকে ভালো রাখতে যে সকল কাজ করবেন
লাইফস্টাইল ডেস্ক :

 আমরা প্রতি বছরই অনেককিছু পরিকল্পনা ও প্রতীজ্ঞা করি, কিন্তু তার সবগুলো পালন করা সম্ভব হয় না। তবে সব না হোক, অধিকাংশ মেনে চলার চেষ্টা করা যেতেই পারে। জেনে নিন নতুন বছরে নিজেকে ভালো রাখতে কোন কাজগুলো করতে পারেন-

নিজের যত্ন নিন

কাছের মানুষের যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নেওয়া জরুরি। কারণ আপনি ভালো থাকলেই কেবল তাদের প্রতি মনোযোগী হতে পারবেন। নতুন বছরে নিজের বিশ্রামের জন্য, ভালোলাগার কাজগুলোর জন্যও কিছু সময় বরাদ্দ রাখুন। ছোট ছোট সেসব কাজ আপনাকে সারা বছর ধরে ভালো রাখবে। শরীর ও মনকে সঠিক পুষ্টি পৌঁছে দিতে পারলে তা আপনাকে সতেজ রাখবে, কাজগুলো সহজ করে দেবে।

প্রতিদিন প্রকৃতির মাঝে ১৫ মিনিট সময় কাটান

প্রতিদিন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে তা আমাদের শরীর ও মনের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলো গায়ে লাগানো জরুরি। কারণ এতে থাকা ভিটামিন ডি আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেইসঙ্গে ভালো ঘুমের জন্যও এটি প্রয়োজন।

ব্যায়াম করুন আনন্দ নিয়ে

নতুন বছরে ব্যায়াম শুরু করার জন্য এটি দারুণ একটি আইডিয়া হতে পারে। তবে সবার আগে এমন কোনো ব্যায়াম বেছে নিন যা আপনার কাছে ভালোলাগে। কেবল করতে হয় বলেই করা, এমন হলে সেই ব্যায়াম থেকে উপকার পাবেন না এবং তা নিয়মিতও করতে পারবেন না। মনের মতো ধরন খুঁজে পাওয়ার আগ পর্যন্ত কয়েক রকম ব্যায়াম প্রাকটিস করে দেখতে পারেন।

পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খান

পরিমিত ও সঠিক সময়ে খাবার খাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। যে খাবারটি খেতে খুব ইচ্ছা করছে তা থেকে নিজেকে পুরোপুরি বঞ্চিত রাখবেন না, এর বদলে অল্প করে খান। নয়তো সেই খাবারের প্রতি আকর্ষণ আরও বেড়ে যাবে। কোনো বেলার খাবার বাদ দেবেন না। এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটি অভ্যাস। প্রয়োজনে একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে আপনার ডায়েট প্লান ঠিক করে নিন। সেইসঙ্গে পান করতে হবে পর্যাপ্ত পানি। এটি ভেতর থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে আপনাকে সতেজ রাখবে।

ইতিবাচক মানুষের সঙ্গ বেছে নিন

সৎসঙ্গ শব্দটি শুনেছেন নিশ্চয়ই? একজন ইতিবাচক মানুষের কাছাকাছি থাকলে আপনার পথচলা আরও সহজ হয়ে যাবে। হতাশা আপনাকে নিমজ্জিত করতে পারবে না। এমন মানুষ চারপাশে থাকলে তা আমাদের শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। যারা আপনার জীবনে মূল্যহীন কিংবা আপনাকে এগিয়ে যেতে কোনো রকম সাহায্যই করে না তাদের এড়িয়ে চলুন।

স্ট্রেস দূরে রাখুন

নতুন বছরে স্ট্রেস থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করুন। সব ধরনের হতাশা, ভয়, উদ্বেগ ঝেড়ে ফেলুন। এর পরিবর্তে নিজের দিকে মনোযোগী হোন। নিজের কাজগুলো সম্পর্কে ভাবুন। গেল একটি বছরে আপনি কী করতে পারেননি তা ভেবে হতাশ না হলে আগামী একটি বছরে কী করবেন তা নিয়ে ভাবুন। নিজের শখের কাজগুলো করতে পারেন। পরিবারকে সময় দিন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। বই পড়ুন। ধর্মীয় গ্রন্থ পড়ুন, নিজ নিজ প্রার্থনায় মন দিন। সময় পেলেই কাছে কিংবা দূরে কোথাও বেরিয়ে পড়ুন। এসব কাজ আপনার জীবন থেকে স্ট্রেস দূর করে দেবে। জীবন সুন্দর হয়ে উঠবে।

 

শেয়ার