সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামীলীগ সরকার বিদ্যুতের দাম এমনভাবে বৃদ্ধি করেছে যে কারণে বিদ্যুৎ থাকলেও দেশে ব্যবহারের মানুষ থাকবে না। একটা সময় আসবে যখন মানুষ আর এত দাম দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতে পারবে না। একারণে দেশের সাধারণ মানুষ এখন সরকারের বিপক্ষে চলে গেছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শহরের আল মাহমুদ এভিনিউ এর নিজস্ব বাসভবনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফার বিষয়ে দলীয় নের্তৃবৃন্দের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ঢাকার বিভাগীয় সমাবেশকে ভয় পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে সরকারের পেটারা পুলিশ বাহিনী দিয়ে হানা দেয়া হয়েছিল। বিএনপির বিভাগীয় প্রতিটি সমাবেশ ও কর্মসূচিতে সাধারণ জনগণ যেভাবে অংশ নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে তারা সর্বাত্মকভাবে বিএনপির সাথে আছে।
আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই সরকারকে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ১০ দফার মধ্যে উল্লেখ করে দিয়েছি। এই ফ্যাসিস্ট সরকার দেশের রাষ্ট্র কাঠামো যে ভেঙ্গে ফেলেছে তা মেরামতের জন্যই ২৭ দফায় বিস্তারিত দেয়া হয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষকে কী দেবে এমন প্রশ্ন জনমনে দেখা দিতে পারে তাই সে সকল প্রশ্নের উত্তরও এই ২৭ দফায় উল্লেখ রয়েছে। তাই ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে তৃণমূলের সকল মানুষকে বোঝাতে হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির সকল নের্তৃবৃন্দ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির সভাপতি-সম্পাদকসহ সকল থানা বিএনপির সভাপতি-সম্পাদকগন উপস্থিত ছিলেন।