Top
সর্বশেষ

প্রাইম ব্যাংকের সাথে এহসান আর্কিটেক্টস লিমিটেডের সমঝোতা

০৪ জানুয়ারি, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
প্রাইম ব্যাংকের সাথে এহসান আর্কিটেক্টস লিমিটেডের সমঝোতা
নিজস্ব প্রতিবেদক :

প্রাইম ব্যাংকের অলাভজনক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এহসান খান আর্কিটেক্টস লিমিটেড।

সাভারের আশুলিয়ায় ৫০০ শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি হসপিটাল প্রতিষ্ঠায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই স্টেট-অফ-দি-আর্ট প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে থেকেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে। ভবিষ্যতে প্রকল্পটিতে একটি মেডিকেল কলেজ ও একটি নার্সিং কলেজও প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার