Top
সর্বশেষ

আইসিসির জরিপে বাবর আজম হারালেন কোহলিকে

০৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
আইসিসির জরিপে বাবর আজম হারালেন  কোহলিকে

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, বাবর আজমরা। তাদের প্রতিটি শটই অনেক সুন্দর। সম্প্রতি তাদের কভার ড্রাইভ নিয়ে একটি জরিপ চালায় আইসিসি। বর্তমান প্রজন্মের সবচেয়ে সুন্দর কভার ড্রাইভ খেলেন কে? সেটা জানতে চেয়েছিল আইসিসি। সেই জরিপে সবার চেয়ে বেশি ভোট পেয়েছেন বাবর আজম।

আইসিসির টুইটারে কোহলি, রুট, উইলিয়ামসন ও বাবর আজমের কভার ড্রাইভের ছবি দিয়ে জানতে চাওয়া হয় এই প্রজন্মের ব্যাটসম্যানদের মধ্যে কার কভার ড্রাইভ সবচেয়ে সুন্দর। এদের বাইরে অন্য কারো নাম দেওয়ার সুযোগও ছিল ভোটারদের।

সেখানে ভোট দিয়েছেন ২ লাখ ৬০ হাজার ১৪৩ জন। সর্বোচ্চ ৪৬ শতাংশ ভোট পেয়েছেন বাবর। আর তার নিকটতম প্রতিদন্দ্বী কোহলে পেয়েছেন ৪৫.৯ শতাংশ ভোট। এছাড়া উইলিয়ামসন ৭.১ ও রুট ১.১ শতাংশ ভোট পেয়েছেন।

শেয়ার