Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে শিশুসহ আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

০৫ জানুয়ারি, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে শিশুসহ আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আট ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিন জন পরিণত ব্যক্তির মৃতদেহ খুঁজে পায়। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে।

ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত যার জনসংখ্যা প্রায় আট হাজার। শহরটি সল্ট লেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

বিপি/এএস

শেয়ার