Top
সর্বশেষ

সমাজসেবা দিবস উপলক্ষে কমিউনিটি হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

০৬ জানুয়ারি, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
সমাজসেবা দিবস উপলক্ষে কমিউনিটি হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাতীয় সমাজসেবা দিবস -২০২৩ উপলক্ষে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের গ্যালারীতে অসহায় গরীব ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই শীতবস্ত্র বিতরণ করা। মনি জুট মিলের পক্ষ থেকে মো: জুল হোসেইন এই শীতবস্ত্র প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (কাযক্রম) হরিস চন্দ্র বিশ্বাস, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো: আশিকুর রহমান স্বাধীন, সাবেক সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কাজী কামাল উদ্দিন আহমেদ, সমাজ সেবা অফিসার মো: আবু তাহের সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন- ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: ওমর শরীফ ইবনে হাসান, অর্থ পরিচালক সকুমার চক্রবতী, মো. তুষার হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকতা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার