Top
সর্বশেষ

মেক্সিকোতে মাদকসম্রাটের পুত্র গ্রেফতার, অভিযানে নিহত ২৯

০৭ জানুয়ারি, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
মেক্সিকোতে মাদকসম্রাটের পুত্র গ্রেফতার, অভিযানে নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক :

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সকালে মেক্সিকোর মাদক চক্রের প্রধান গুজম্যান লোপেজকে (৩২) আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী, এ সময় কয়েক ঘণ্টা ধরে অস্থিরতা ও অপরাধী দলের সদস্যদের সঙ্গে গোলাগুলি চলে।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, গ্রেপ্তারের পর যে বাড়ি থেকে লোপেজকে আটক করা হয়েছে সেখান থেকে হেলিকপ্টার যোগে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে উড়িয়ে নেওয়া হয়, তারপর তাকে একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রাখা হয়।

এই গ্রেপ্তারের জেরে প্রভাবশালী সিনালোয়া কার্টেল (মাদক অপরাধীদের চক্র) ব্যাপক তাণ্ডব শুরু করে। চক্রটির সদস্যরা যানবাহনে আগুন ধরিয়ে দেয়, রাস্তা অবরোধ করে এবং সিনালোয়ার প্রধান শহর কুলিয়াকানে ও এর আশপাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে।

লোপেজের বাবা সিনালোয়া কার্টেলের সাবেক প্রধান ‘এল চাপো’ গুজম্যানকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে বিচারের পর এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি।

কয়েক বছর ধরে লোপেজকেও তাদের হাতে তুলে দেওয়া জন্য বলছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২১ সালে ‘কেউ তথ্য দিয়ে’ গুজম্যান লোপেজকে গ্রেপ্তারে সহায়তা করলে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী সান্দোভাল জানিয়েছেন, সর্বসাধারণের নিরাপত্তার জন্য সিনালোয়াতে বর্ধিত নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা হবে এবং সেখানে অতিরিক্ত আরও এক হাজার সামরিক সদস্যকে পাঠানো হবে।

বিপি/এএস

শেয়ার