Top
সর্বশেষ

গুলশানে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ভবন উদ্বোধন

০৭ জানুয়ারি, ২০২৩ ১:২০ অপরাহ্ণ
গুলশানে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ভবন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার গুলশানে সদ্য নির্মিত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ভবন ‘এক্সিম ব্যাংক টাওয়ার’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) ভবনটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের সাফল্যের পেছনে সাবেক ব্যবস্থাপনা পরিচালকদের ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এর আগে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে তিনি সাবেক ব্যবস্থাপনা পরিচালকদের ফুল দিয়ে বরণ করেন।

শুভেচ্ছা বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন তার পূর্বসূরিদের অর্জিত অগ্রগতিকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুল্লাহ, মো. নুরুল আমিন, নাজমুস সালেহীন, মিয়া মোহাম্মদ কাউছার আলম, সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার) ও মো. শহীদুল্লাহ এবং এক্সিম ব্যাংকের সাবেক চার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লকিয়তউল্লাহ, কাজী মশিহুর রহমান, মো. ফরিদ উদ্দীন আহমেদ এবং ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

শেয়ার