Top

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত-২

০৭ জানুয়ারি, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত-২
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের প্রকৌশলীসহ ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কুমিরাডাঙ্গা গ্রামের চাঁদ মন্ডলের ছেলে প্রকৌশলী হামিদুর রহমান (২৮) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা হালাদারপাড়া গ্রামের শ্রী রামপদ হালাদারের ছেলে কানাই হালাদার (৩০)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৭ জানুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা থেকে ৫জন যাত্রী নিয়ে একটি রিকশাভ্যান জেলা শহরে আসার পথে শহরের কোর্ট মসজিদের কাছে একটি বাস রিকশাভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে কানাই হালাদার ঘটনাস্থলেই নিহত ও অপর ৪ জন আহত হয়। এদের মধ্যে কানাই হালদারের বাবা রামপদ হালাদারকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় পাঠানো হয়েছে।

অন্যদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে সদর উপজেলার মুলিবাড়ী রেলগেট এলাকায় ট্রাকচাপায় প্রকৌশলী হামিদুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার